PRELUDE OF SAJJAD TRAVELOGUE I MORNING EXPLORER
Welcome to Sajjad TraveIogue. He’s an enthusiast morning travel explorer from Bangladesh. He traveled first within the country to Faridpur with his family members in 1984. His first travel destination outside the country was India in 1985. On both occasions, the base had stalled as a group traveler which comes from family first. Later he started traveling with his friends within the country post his SSC exam in 1990. Sajjad traveled to Chittagong (now is Chattogram) on a few occasions with his buddies. He traveled to Faridpur to attend Cricket Tournament in 1991-1992 from his college along with friends. Group traveling had become a habit in his traveling experience while he was a graduate student in India.
SECOND INNINGS OF SAJJAD TRAVELOGUE I MORNING EXPLORER
The next phase of his traveling career began with his life partner, Ema. Sajjad tied a knot in 2003. The last 20 years of traveling from 1984-2003 made him more social and better conversant while he was traveling and that gave him a boost to make his own travel plan along with Ema wherever they wanted to go. However, Sajjad enjoys his morning travel exploration as a morning traveler whereas his other half doesn’t.
NICHE OF SAJJAD TRAVELOGUE I MORNING EXPLORER
Let me share the background of Sajjad Travelogue. When I purchased the domain in September 2019, I wanted to establish my own name along with my personal storytelling to the world. In the passage of time, I have built my niche as a “Morning Explorer” which happens to be my signature travel style. I love exploring places, be it on foot or be it with the bicycle wherever I travel whether in homebound or outbound tourism.
ভ্রমণ বিষয়ক আত্মকথন
দেশের মধ্যে প্রথম ভ্রমণ অভিজ্ঞতা ছিল আমার ছোট খালার বিয়ের অনুষ্ঠানে সপরিবারে ফরিদপুর যাত্রা ১৯৮৪ সালে । আর আব্বার ব্যাবসার সুবাদে বিদেশে আমার প্রথম গন্তব্যস্থল ছিল ভারতের কোলকাতা শহরে ১৯৮৫ সালে । স্কুল (১৯৯০) ও কলেজে (১৯৯২) পড়ার ফাঁকে দেশের ভেতরেই ঘোরাফেরা হয়েছে প্রচুর তবে বিশ্ববিদ্যালয়ে (১৯৯৩-১৯৯৬) পড়াকালীন সময়ে আমার ভ্রমণের অভ্যাসটি গড়ে ওঠে এবং আবেগ অব্যাহত থাকে কারণ আমি তিন বছর ভারতের আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম । সেমিস্টার ব্রেকে এমনও হয়েছে আমি বাংলাদেশে না ফিরে “ইনক্রেডিবল ইন্ডিয়া”র এখানে ওখানে চলে গিয়েছি বহুবার বন্ধুদের সাথে ।
আমার ভ্রমণ জীবনের পরবর্তী অধ্যায়টি (২০০৩) আমার জীবনসঙ্গিনী ইমার সাথে শুরু হয়েছিল এবং অদ্যাবধি তা চলমান আছে । ইমার সাথে আমার ভ্রমণ পরিকল্পনা করা সব সময় খুবই রোমাঞ্চকর । আমার ৩৫ বছরের দীর্ঘ ভ্রমণ অভিজ্ঞতা আমাকে আরও বেশি সামাজিক, উন্মুক্ত, বহির্গামী, আত্মবিশ্বাসী এবং অদম্য করে তুলেছে । আমি তাই আমার পরিবার-বন্ধুবান্ধব-সহকর্মীর কাছে চিরকৃতজ্ঞ । হ্যাপি ট্র্যাভেলিং ।