ABOUT SAJJAD TRAVELOGUE

“Travel Makes You Storyteller – Happy Traveling”

Sajjad Travelogue

S M Sajjad Hossain is a Bangladeshi freelance travel enthusiast, photographer, advertising and marketing professional based in Dhaka. He has written a number of travelogues which has published in Ramna Green Magazine. It is owned by the prestigious centennial old club i.e. Dhaka Club Limited. His first travel article published in 2008. Certainly, Sajjad gets satisfaction whenever any travel article publishes. Eventually, as a token of appreciation, Dhaka Club Limited provides a complimentary coupon to the author. Apart from Ramna Green Magazine, his travel articles published in national dailies in many occasions.

Sajjadtravelogue is merely a compilation of the travel experiences he had within the country and outside the country. In reality, one of his pictures has been published in a North American online-based magazine named Travel + Leisure. Undoubtedly, it is worth mentioning, the author had already published “Bhromonbilash” and Sajjad Travelogue in the biggest book fair of Bangladesh in 2020 and 2021 consecutively. His future intention is to hold a photo exhibition and do a talk show on his YT channel in travel genre. As a travel blogger, Sajjad had visited Sri Lanka for a Fam Trip in 2022. After returning back to the country, he contributed couple of travel articles in the mainstream newspares and magazine to promote Sri Lankan Tourism. His contribution towards Sri Lankan Tourism was well appreciated and later it was posted in their official FB page. The author has been continuously updating his blog contents and upgrading the site.

“ভ্রমণ গল্প বলতে শেখায় – হ্যাপি ট্র্যাভেলিং”

সাজ্জাদ ট্র্যাভেলগ

জন্ম ২৬ জানুয়ারী, ঢাকার হলি ফ্যামিলি হাসপাতালে । বাবা বাংলাদেশের স্বর্ণযুগে পাট রপ্তানিকারক ছিলেন, মা গৃহিণী ।  নারায়ণগঞ্জের আজমিরি মঞ্জিলের একদম ছোটবেলার স্মৃতি মনে না থাকলেও ঢাকার এলিফ্যান্ট রোডের স্মৃতি জাজ্বল্যমান সেই ১৯৭৯ সাল থেকে । তিনি পেশাগতভাবে দীর্ঘদিন বাংলাদেশি অ্যাডভারটাইজিং ইনডাসট্রিতে ব্র্যান্ড কমিউনিকেশনের সাথে সংযুক্ত আছেন। ৫ ভাই আর ১ বোনের মধ্যে তিনি পঞ্চম । ইবতিহাজ ও ইফরাজ, দুই পুত্র সন্তানের গর্বিত জনক সাজ্জাদ। লেখক ঢাকার উদয়ন বিদ্যালয় থেকে এসএসসি, ঢাকা সিটি কলেজ থেকে এইচএসসি এবং আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন । সাজ্জাদ ভ্রমণ বিষয়ে লেখালেখি করেন ও গভীর আবেগ নিয়ে পড়াশোনা করেন। তিনি বেশ কয়েকটি ট্র্যাভেলগ লিখেছেন যেটা দেশের ঐতিহ্যবাহী শতবর্ষীয় ঢাকা ক্লাবের ত্রৈমাসিক “রমনা গ্রিন” ম্যাগাজিনের ট্র্যাভেল সেকশনে ২০১০ সাল থেকে নিয়মিত ভ্রমণ কাহিনী আকারে প্রকাশিত হয়ে আসছে।

লেখক এখন পর্যন্ত ১৬টি দেশ ভ্রমণ করেছেন । তাঁর ভ্রমণ কাহিনীগুলো দেশে এবং বিদেশে ভ্রমণের সুবাদে যে অভিজ্ঞতা হয়েছে সেগুলো তারই সংকলন । সাজ্জাদ এখন তাঁর ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে নিজেকে একজন ট্র্যাভেল ব্লগার হিসাবে পরিচিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন । তাঁর শখের লিস্টে আছে ট্র্যাভেল ফটোগ্রাফি, বাইসাইকেল চালিয়ে ভ্রমণ করা, গান শোনা, সুইমিং করা আর কফি পান করা । জীবনের কোন এক পর্যায়ে একক ফটো এক্সিবিশন এবং বিশ্বের জনপ্রিয় অ্যাডভেঞ্চারাস ট্র্যাভেলার, লেখক ও টেলিভিশন উপস্থাপক বেয়ার গ্রিলস-এর সাথে টিভি এপিসোড করার প্রবল ইচ্ছা আছে ।

Leave a Reply